পাড়ার বুড়ো নগেন খুড়ো
বয়স ভুলে মা-বাপ তুলে
দিচ্ছে গুলে গাল,
তাই দেখে ছাই হাসি চেপে
খুড়োর বুড়ি উল্টো জুড়ি
দিচ্ছে তাতে তাল!
লয় পেয়ে তাল ফুঁসে দু'গাল
আবার ক্ষ্যাপা খুড়োর দু'পা
দিচ্ছে উঠে ফাল,
দৃশ্যপটে বুড়ির ঠোঁটে
"বুঝনি ভাই? খুড়োর যা চাই
পেটে ভরা মাল!"
০২/১০/২০২৩
ব্রাক্ষণবাড়িয়া।