অলস কিছু জীব প্রজাতি, সুবেহ্ থাকে শুয়ে
নিদটা কে সে ভোরের চেয়ে, প্রাধান্য দেয় দুয়ে।
নাক ডাকাতেই আনন্দ তার, সুখটা নাকি ঘুমে
লেপ কাঁথাতেই থাকে শুয়ে, নিদটা কে দেয় চুমে।
রাতের আঁধার ঘুমটা ভেদে, সামনে যে জন ছুটে
শীতল হাওয়া শিশির ছোঁয়া, তার কপালেই জুটে।
ভোরের স্নিগ্ধ ফুল প্রকৃতিয়, যে জন হাঁটে মাঠে
স্বাস্থ্য ভালো হয় সে সুখী, মনটা ফেরায় পাঠে।
চাইলে হতে অনেক বড়ো, দুঃখ মোড়ো কাঁথায়
আলসেমি কে দাও হে ছুটি, ঘুমকে পাঠাও কোমায়।
১৩/০৪/২০২৪
ময়মনসিংহ।