আখেরাতের ভয় দেখিয়ে
তুমি শেখাও নিয়ম,
বলছো বান্দার পাপ হয়েছে
বিপথগামী কাওম!

তাই নসিহত দিচ্ছো প্রজায়
মানতে হবে রাজা,
দাও হাদিয়া সদকা শতো
নইলে কিন্তু সাজা!

ঈমান আমল বিফল যাবে
শূন্য রবে থলে,
মানতে হবে রাজার নিয়ম
নইলে ডুববে জলে।

অধম আমরা আল্লাহ মানি
বুঝি না ঐ কোরআন,
হাদিস শুনি পীরের মুখেই
আমার বাঁধা জবান।

২০/০৬/২০২৪ ইং
ময়মনসিংহ।