কও কি দাদা! আইজ-ই বন্ধু!
আইজ-ই গাইবা সুনাম!
এক কথাতেই হইয়া রাজি
লইবা ঘুচায় দূর্নাম?
মুখের রেখায় যায় না বুঝা
অন্তরে কি চলে,
উপ-রে কয়লা কালোই থাকে
ভিত-রে ভিত-রে জ্বলে!
পাথর বাইন্ধা মাইনকা চিপায়
ধরছে তো হাত রাইতে,
পাইলে সুযোগ মারবো ছোবল
করবো কতল কাইতে।
বেইমানে তো বন্ধু হয় না
স্বার্থে থাকে অন্ধ,
উপ-রে খুশি মুখোশ পইরা
পঁচলে বেরোয় গন্ধ।
০৫/০৪/২০২৫ ইং
ফেনী।