ভিড়াইয়া নাও নদীর তীরে
চাইয়া দেহি আন্ধা,
আমার লাহান বইসা মাঝি
নৌকা খানি বাইন্ধা।

তার-ও নাহি পুড়ছে কপাল
ধইশ্যা গেছে মাটি,
কূল হারাইয়া অকূল জলেই
নাড়ছে জীবন কাঠি।

তার যে ছাওয়াল উনিশ কুড়ি
ঘাটেই মরছে ডুইবা,
বউটা গেছে ছাইড়া তারে
ভাইগ্যা গেছে মাইয়া।

মাঠের ফসল কাঁড়ছে হাসি
দাদন নিছে কাইটা,
গোয়াল গরু খড় বিচুলি
স্বজন লইছে লুইটা।

নাও-য়ের মাঝি চিরকালই
যাত্রী দিয়া তীরে,
নিজেই হারায় অথৈই জলে
এত্তো মানুষ ভীড়ে।

২২/১০/২০২৪ইং
ফেনী।