ভিক্ষাটা আজ সার্বজনীন
স্বীকৃত এক পেশা,
কেউ করে খায় বুক ফুলিয়ে
কারো আবার নেশা।
কেউ চাহে যায় ঘরের দুয়ার
ফুটপাতে নয় বসে,
কেউ-বা অফিস চেয়ার টেবিল
সাহেব বাবুর বেশে।
হাত পেতে নেয় পথের ফকির
শিক্ষিত চায় ফাঁদে,
যৌতুকে চায় বেয়ান বেয়াই
ব্যবসায়ী তো সুদে।
নাম দিয়ে নেয় উপরি কামাই
ভদ্রলোকের ভিক্ষা,
কোরআন পড়ে হাদীস শোনেও
পায়নি তাঁরা শিক্ষা।
৩১/০১/২০২৫ ইং
ময়মনসিংহ।