যাসনে খোকা বাড়াসনে পা
এগোসনে তুই ছুটে,
একটু তো থাম ভাত টুকু খা
লংকা দুটো মোটে!

পুকুর ঘাটের কলমি শাকে
ভাত মেখেছি পাতে,
মাঠের খেলায় একটু দেরি
কিই-বা হবে তাতে?

একটা লংকা বন মোরগের
অপর টা ঐ চাঁদের!
খাস যদি তুই পাবেই গোল্লা
গোমড়া মুখো নাদের।

নয়তো পুঁচকে খাবলে খাবে
হংস রাজের বাচ্চা,
নিয়ে যাবো পুতুল মেলায়
দিচ্ছি কথা সাচ্চা।

মাথার চুলে তেল মেখে যা
আয় করে দেই সিঁথি,
ডুবাস নে বুক চোখের জলে
হাসবে পাড়ার তিথি!

১২/১০/২০২৪ ইং
ময়মনসিংহ।