তোকে ছাড়াই খোদার ঘরে
যাচ্ছি আবার বাবা,
তুই পাশে নেই, নেই বাবা ডাক
একাই দেখবো কাবা।
তোর হাসি মুখ চোখের চাওয়া
পড়ছে মনে ভীষণ,
কেমনে ভুলি তোর দেয়া সেই
মিষ্টি মুখের শাসন!
তাওয়াফ করে ধরবে কে হাত?
বলবে পড়ো নামাজ?
সাফা মারওয়ায় আজ তো ছুটি
তোকে নিয়ে নেই কাজ।
খোদার ঘরে হাত তুলে তাই
চাইবো কেবল দোয়ায়,
অপারেতেই থাক ভালো তুই
রহমতেরই ছোঁয়ায়।
০১/০১/২০২৫ ইং
ঢাকা।