কারো ঘরে লাগলে আগুন
বালতি হাতে গামছায় যে জন,
সবার আগে আসে ছুটে
বন্ধু কি সেই! দুখীর সুজন?
আসলে সে অগোচরে
সিন্ধুক খোলে সুযোগ বুঝে,
সোনাদানা গয়নাগাটি
গামছায় ভরে পালায় ঝুপে।
চুরির আগে পরলে ধরা
"খুঁজছি খাবার ক্ষিদে কি যে!"
চোর বদমাশরা বন্ধু হয় না
তোমার কষ্টে তাদের ডিজে।
১৩/০৫/২০২৩
ময়মনসিংহ।