তকদীরে তোর নাই কি বিশ্বাস?
মিথ্যা কোরআন পংক্তি?
তবে যে তোর ঝুলছে তাবিজ
হস্তে পথের আংটি!
যাস ছুটে ক্যান পীরের মাজার!
মিথ্যে কাটিস কসম,
পার কি পাবি ঈমান ছাড়া
পরপারের জনম?
ভাগ্য কি তোর টিয়া পাখির
হস্তে লেখা খামে?
জানিস কিছু খাস টা কি তুই
পড়া পানির নামে?
হাত তুইলা কাঁদ কিংবা মনে
চাইবি মনকে সঁপেই,
দিবেন তো সেই, তাঁর ক্ষমতা
থাকেন বান্দার সাথেই।
১২/০৪/২০২৫ ইং
ময়মনসিংহ।