তুমি বাদশাহ, হও বা না হও, আমার তাতে কি?
তারেই ভালো বলবো সুজন, যে জন ঢালবে ঘী!
আওয়ামী লীগ বা বিএনপি, কিংবা হোক জামাত
আমার কাছে সবাই সাধু, জুটলে পেটে ভাত।
হতে পারো চোর ডাকাত ও মিথ্যেবাদী বদ,
ভরলে পকেট হোক আসামি, তার-ই রাজ্য পদ।
মুখোশ পাল্টে নেতা-নেত্রীর, কত্তো দেখা ছল
কেউ দেখে না ক্ষুধার্ত পেট, চোখের অশ্রু জল!
দিনের শেষে ওরাই মানুষ, মোদের ঠেকে পিঠ
পেট বাঁচাতে হলাম না হয়, আমরা ভাগাড় কীট।
০৫/০৯/২০২৪ইং
চট্টগ্রাম।