অদ্ভুত রাজার অদ্ভুত দেশে
সবাই করে বাস,
পেট পুরে তায় খাওয়াই বারণ
পিছন পোঁতা বাশ।
মাছ বা মাংস সঙ্গে পোলাও
খাবে কেবল দুস্থ,
ধনীর খাবার মরিচ লঙ্কায়
রাখতে দেহ সুস্থ।
কলম খো়চায় বিধান সভায়
রাজার চলে আইন,
সত্য বললে গর্দান যাবে
দিতেও হবে ফাইন।
খাওয়া এখন উভয় সংকট
ধনী খায় না ডরে,
গরীব তো ভাই পায় না কিনতে
অনাহারেই মরে।
২৯/১২/২০২৩
ময়মনসিংহ।