এক দামেই যে বিকোই ভায়া
এক টাকা নয় কমে,
হাজার টাকা ফেলতে হবে
চাইলে সনদ নামে।
গয়না বেঁচো ভিক্ষা করো
রিকসা চালাও দমে,
ঘাটের কড়ি পয়সা ফেলো
কাজ হবে না চামে।
চেয়ার খানা ভীষণ ভারী
কেনা নিলাম দামে,
উসুল কি আর এমনি হবে
পয়সা বিনের কামে?
এদিক ওদিক নালিশ জানাও
যতোই থাকো জিমে,
ভয় পাই না পুলিশ মামাও
হপ্তা যে দেই খামে।
সব স্থানেতেই মুরগি জবাই
তা দিয়েছি ডিমে,
জলদি করো নামাজ গেলো
তাকাও কেনো বামে?
০৭/০৬/২০২৩
চট্টগ্রাম।