তোমরা আমায় ভালোবাসো
করবে কিছু দান,
চাই না ঘটুক অমন কিছু
মিথ্যে শুনাও গান!
স্লোগান তো মোর পরের হিতে
দাও বিলিয়ে প্রাণ,
সবাইকে দাও প্রাপ্য টা তার
নিজের বাড়াও মান।
ভুল যদি হয় চেয়ো ক্ষমা
খুঁজো অভিধান,
মান সম্মান কিসে বাড়ায়
কেমন নীতি জ্ঞান?
জ্ঞান পাপীদের সঙ্গ ছেড়ো
নির্জনে লও ধ্যান,
সত্য আঁকড়ে সহজ পথেই
জগৎ কে দাও জ্ঞান।
১২/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।