খালের উপর সাঁকো হবে, শতেক হাতেক লম্বা,
বাঁশ লাগবে দড়ি, পেরেক, লাগবে আরো খাম্বা।
সবাই বললো, "করবেটা কে, কোথা পাবি চাঁদা?
এ-ই কি আর মুখের কথা, লাগবে টাকা গাদা!"
ফালদে উঠে মোড়ল বলে, "বুদ্ধি আছে জব্বর,
কষ্ট যাবে সাঁকোও হবে, মানবে কথা আকবর?
দ্বিগুণ তুলে রাজার খাজনা, কন্ঠে দাবি হাঁকো
এক ভাগ নিক মহান রাজা, মোদেরে দিক সাঁকো।
লাগলে আরো প্রয়োজনে, আনবো টাকা ঋণে,
তবুও খালে সাঁকো টা চাই, নিজের জমা ধনে।"
বিনে পয়সার কায়িক শ্রমে, সাঁকো হলো ধীরে
সবাই ভাবলো ঘুঁচলো দুঃখ, সুখটা ফিরবে ঘরে।
দেখে সাঁকোয় রাজ পেয়াদা, চাইছে তাতে টোল,
নয়তো নাকি খালেই ফেলে, খুব খাওয়াবে ঘোল।
সবাই তখন দৌড়ে গেলো, ধরলো ঘিরে মোড়ল,
"নিজের ধনে গড়া সাঁকোয়, চাইছে কেনো টোল?"
মোড়ল বললো, "ওরে হাঁদা, সংস্কারে চাই চাঁদা,
দিবে টা কে লাগবে যখন, তোর কবরের দাদা?"
শুনে সবাই চুপসে গেলো, সাঁতরে গেলো খাল
বুঝলো মোড়ল উন্নয়ণেই, কেনো পারে ফাল?
২৮/১০/২০২৩
চট্টগ্রাম।