ঠোঁট কাটা গোল কিরীচ বাবুল
ডাক দিয়া কয়, "দাঁড়া,
পাইছস কি তুই যখন তখন
ঘুইরা বেড়াস পাড়া?

ক্যান দেখি তুই মোড়ের মুখে
পারস আঁকিবুকি?
পাশ কাইটা যাস চশমা চোখে
আমারে দিস ফাঁকি!

ধান্ধা কি তোর মেলবি পাখা!
লইবি পাড়া দখল?
রক্তের কি চাস বহুক গঙ্গা
হাড্ডি ভাঙি সকল?

এই পাড়া মোর আমিই রাজা
আমার কথাই আইন,
বাঁশ দিয়া ঐ মোড়ের রাস্তায়
পুইতা রাখুম মাইন।"

কেমনে কহি, চাই না চান্দা
ধান্ধা কোন বাইত,
আয়তে যে কয় বইন টা তোর-ই
হাইন্জা বিহাইন রাইত।

০৪/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।

(বহুক-বয়ে যাক, পুইতা-গর্ত করে কিছু রাখা, বাইত-বাড়িতে, হাইন্জা-সন্ধ্যা, বিহাইন-বিকাল, রাইত- রাত, বইন-বোন।)