পূন্যের চেয়ে পাপ বেশি মোর
মিথ্যে ঢালি গলায়,
নিন্দা তো গাই কথায় কথায়
সত্য মাড়ি চলায়।
সুদের উপর জীবন গড়ে
হারামটা খাই কিনে,
পরের হক-এ ভাগ বসিয়ে
এতিম মারি ঋণে।
হারাম পথেই সুখ খুঁজে যাই
ব্যায়ও করি তাতে,
পরকে হেয়ো খুব প্রিয়ো কাজ
লবনটা দেই ক্ষতে।
পরের ক্ষতিয় রাত জেগে রই
আগুন লাগাই মনে,
প্রয়োজনে পাশ থাকি না
ভুলিও প্রিয়োজনে।
কথায় কাজে মিল থাকে না
ধার করে হই উধাও,
বলবো আমি স্বভাব আমার
তোমরা যদি শুধাও।
০১/০২/২০২৫ ইং
ময়মনসিংহ।