বৈধ পথের অবৈধ আয়
এখন সবাই চায়,
সংসার যে তার আর চলে না
খুব বেড়েছে ব্যায়।

স্কুলে ভর্তি? চায় ডোনেশন
লক্ষ টাকা দায়,
টিউশনি টাও তাদের কাছেই
কে আর বলো পায়?

তার উপর সেই খাতা-কলম
চুলের ফিতা ড্রেস,
মাষ্টার মশাই সাফ বলেছে
আরো আছে কেস!

এ ট্যুর ও ট্যুর ফটোকপি
কত্তো কি যে খাত,
দিনকে দিনে লোভে তাদের
হচ্ছে বড়ো হাত!

অবৈধই তাই বৈধ এখন
সত্য বলা পাপ,
ভাব খানা এই বাঁচলে জীবন
খোদাই করবে মাফ।

১৬/০৫/২০২৩
চট্টগ্রাম।