কাল যে গুরু             শিক্ষা দিলো
সত্য হলো             দিনের আলো,
আজ নাকি তার        প্রদীপ শিখার
চলছে সমর           ঘোর অন্ধকার।

কাল যে কলম         লিখলো সত্য
"লও হে ব্রাত্য           প্রেমটা নিত্য,"
আজ নাকি সে           পকেট পুরে
মিথ্যা আঁকড়ে            কলম ছুঁড়ে।

কাল যে প্রেমি         বললো আত্মা
"তুমিই সত্তা             বাকি মিথ্যা",
আজকে দেখি           প্রেম টা ছাড়ি
যাচ্ছে বাড়ি              বর কে ধরি।

ন্যায়নীতিবান            মানুষ গুলো
কমায় আলো            জমায় ধূলো,
চাইছে থাকতে             গহীন বনে
বিবেক বিনে                নির্বাসনে।

২৯/০৫/২০২৩
চট্টগ্রাম।