এই পৃথিবীর সবাই যদি
দেখতো ব্যাক্তি স্বার্থ,
খুব হতো ভাই চোখের জলের
আর খুঁজতো কে অর্থ?
এক মুটো ভাত নিজেই খেতাম
দিতাম না আর ভাগে,
দুঃখ কি তোর চাইতাম সবটা?
সুখ কাঁড়তাম আগে।
রাত জেগে কি থাকতাম বসে?
যেতাম দুরে হেঁটে!
অজানা ভয় বাঁধতো বাসা!
ঝড়টা এলে ছুঁটে?
ছিঁড়তাম বাধা আত্মার শিকল
কান্না দিতাম ঝেরে,
ঝড়ে তো আর ভাঙতো না মন
বইতো মনের ঘরে?
১০/১০/২০২৩
চট্টগ্রাম।