শ্রমের ঘামে শরীর ছেয়ে
যখন ফিরি বাড়ি,
হাসি মুখেই কপাল মুছে
দেয় যে মানব পরী,
আমার কাছে পরশ পাথর
তোমরা ডাকো নারী।
বাজার করে ঘরটা গুছায়
ধরায় উনুন হাঁড়ি,
ছেলে পড়ায় চুল টা বাঁধে
গায় যে জড়ায় শাড়ি,
আমার কাছে চোখের মনি
তোমরা ডাকো নারী।
২৫/১০/২০২৩
চট্টগ্রাম।