অধম আমি শূন্য এখন, সব দিয়েছি নিংড়ে
অলস মোরে সেই করেছে, আজ গিয়েছে সরে।
মাথার মগজ অসার বেকার, কর্মহীনও অঙ্গ
খুঁজে কেবল তার-ই ছুঁয়া, চাইছে প্রিয়ের সঙ্গ।
চুল খোলা রোদ স্নিগ্ধ হাসি, মুগ্ধতার ঐ হর্ষ
যায় কি ভুলা নয়ন যুগল, তীলক ঠোঁটে স্পর্শ?
তুমি ছাড়া চাঁদ হীন আকাশ, পাথর সম জীবন
তুমি ছাড়া রৌদ্র আঁধার কাল বৈশাখীর সমন।
তুমি ছাড়া স্বাদ-হীন ফুল-ফল, পুষ্প শূন্য মালা
তুমি ছাড়া মেঘেদের বাজ, থেমে যাওয়া চলা।
তুমি ছাড়া গৃহহীন বট, না পাওয়া জট চশমা,
তুমি ছাড়া ভুক্ষাও তো আজ, ভুলেছি যে লোকমা!
ঘর ভরা ধূল মাকড়শা ঝুল, শ্রীহীন ঘরের চৌকাঠ
তুমি ছাড়া দূর্বল গ্রন্থী, ভুলেছি পাড়ের ঘাট!
তোমার দেয়া আবেগ আশা, প্রেম করেছে বধির
কান পেতে রই তোমার ফেরার, হয়ে অন্ধ অধির।
৩০/০৬/২০২৪ ইং
চট্টগ্রাম।