তোমার মতো সাধু
ঘরে ঘরে আজ চাদু!
ভেল্কিবাজিতে সব
দেখায় মধুর জাদু!

ঠকবাজিতে ফিদা
দেয় অফিস পাড়ার দাদা
রাস্তার ফকির গুঁড়া
চায় বানাতে আদু!

তোমার কথার মধু
ভাবছো বুঝি না কিছু?
গালে লাগাইয়া গাল
কেনো ডাকো দাদু!

৩১/১২/২০২৪ ইং
ময়মনসিংহ।