দুলাল গাজীর হারান পোলা
আইছে ফিরে নূর-এ!
মরা গাঙ্গেও বইছে জোয়ার
মাছরাঙা যায় উড়ে।
তোমার পালা হাঁসের বাচ্চা
হইছে বড়ো ডাঙর,
ফাগুন গিয়াও আইছে বৈশাখ
প্রেমে করছে নোঙর।
সবার তো কোল ভরছে ফুলে
দিচ্ছে সুখে আজান,
আমি ক্যান ডাক, পাই না শুনতে
তোমার মুখে বাজান?
আর কতো মাস কাটবো বছর
তুমি আইবা ফিইরা?
আমি যে পথ আইজো দাঁড়াই
চোখের পানি ছাইড়া!
১৪/০৪/২০২৫ ইং
ময়মনসিংহ।