তোকে ছাড়া কাটছে তো দিন
যাচ্ছে বয়ে সময়,
ঈদের দিনেও ঈদগাহে যাই
নিচ্ছে দয়াময়।

তোকে ছাড়াই ভোরের হাওয়া
শিশির জমায় দু-কুল,
তোকে ছাড়াই গন্ধ বিলায়
উঠোন জুড়ে বকুল।

চাঁদ তারা-রাও রাত্রি জেগে
জোছনা দিচ্ছে ঢেলে,
পুকুর পাড়ের দুই জোনাকি
নিত্যি যাচ্ছে জ্বলে।

কাঁঠাল গাছের কাঠবিড়ালি
এখনো দেয় উঁকি,
তোকে ছাড়াই দিব্যি খেলে
মাঠের পাশে খুঁকি।

তোকে ছাড়াই বৃষ্টি নামে
ভেজায় ধরা হর্ষে,
তোকে ছাড়াই হাসছে কদম
শ্রাবণ ঘণ বর্ষে!

তোকে ছাড়াই পূর্ণ আকাশ
যাচ্ছে উড়ে পাখি,
আমার কেবল আঁধার গগন
জলে ভরে আঁখি।

১৭/০৬/২০২৪ ইং,
ময়মনসিংহ।