তুই কবে ভাই মানুষ হবি
মারবি না আর গুল?
দেখবো টা তোর কথায় কাজে
সত্যি ফোটে ফুল!
পকেট ফাঁক ও মিথ্যা বুলিয়
বাজবে না তোর কলস,
দেখবো চেয়ে মাঠের কাজে
তুই বসে নেই অলস!
আসবি বলে আঁধার ছলে
তুই দিবি না ফাঁকি,
বলবি না আর পাওনা টাকায়
চলবে আরো বাকি!
ক্ষৎ দিয়ে বল বাদ দিবি তুই
খুন খারাপি হত্যা,
চলবি ভালোয় বিবেক আলোয়
ছাড়বি তোলা হপ্তা!
২২/০৩/২০২৫ ইং
ঢাকা।