বিশ্বাস করুন তিন বেলাতেই
আমার জুটে ভাত,
নিজের গড়া মাটির ঘরেই
এক ঘুমে যায় রাত!
বাজার গেলে সবজী ভরেও
পাঙ্গাশ কিনি মাছ,
মাঠের ক্ষেতে কাজ করে রোজ
পাই না রৌদ্র আঁচ।
গায়ের মাত্র একটি জামায়
ঢাকতে পারি সতর,
ভীষণ খুশি জান্নাতি মুখ
মায়ের করে কদর।
শুকরিয়া তো মহান আল্লাহ্য়
দিয়েছেন এই এতো,
পাতি তো হাত তাঁর দুয়ারেই
পথ ভিক্ষারীর মতো।।
০৭/১১/২০২৪ ইং
চট্টগ্রাম।