বুঝলি হরিস, তেল দিস নে!
তেল টা আমি বুঝি,
তুই যে নৌকায় লিখিস পড়িস
তার-ই আমি মাঝি।
পাম দিয়ে তুই চাস ফোলাতে
মনে ভাবিস, "বলদ"!
ছড়ার ছন্দে তাল পাকায় যে
জ্ঞানেও আছে গলদ।
তবুও লেখায় তা দিয়ে রোজ
ডিম টা দেখাস চূড়ার,
পাখির মতো গজায় পালক
সাধটা জাগাস উড়ার।
ডুবতে বাকি খাদের কিনার
বুঝতে পারি কথায়,
তাই তো আমি যাই-বা লিখি
পড়িস না তুই পাতায়।
২৯/০৮/২০২৩
ভেলোর, ভারত।
(শুভ্রজ্যোতি)