তোরেই যে ক্যান পড়ে মনে?
হাত বাড়াইয়া সুখ চাহি নাই!
নাই চাহিদা মুঠোর মধ্যে সাদা গোলাপ লাল চন্দন
চাইছি ঘরে জ্বলুক সলতে পূর্নিমা থাক নিভু নিভু,
গ্রহন না হোক সূর্য চন্দ্র
তোরে, লাগাল না পাক বৃষ্টির ফোঁটা মেঘ ছুঁয়ে যাক কভু!
চাইছি আলোয় ভরুক কিছু তোর দুনিয়া
একটু একটু থাকুক জেগে
থাক কোলাহল পাখির সারি
মুচকি হাসি মেঘে মেঘে থাকুক লেগে,
তাও বুঝি না
তোরেই যে ক্যান পড়ে মনে?
যেদিক তাকাই, ভোর বেলা কি বিহান রাতে সর্বস্থানে
তোরেই দেখি মুখ অবয়ব পার্শ্ব হাসি
আছিস বসে নরম মেটে
যাস তো হেঁটে ঐ সরু পথ
তাকায় কি তুই কাউকে খুঁজিস চলার মতোন পাশাপাশি?
তোর চেহারা তোর চাহনি যায় কি সরে আজ বিহনে?
দুখ কপাইল্লয়া তীরের মতোন আসে ফিরে,
পড়ে মনে।
তোর যা ছিলো সব দিয়েছিস উদয় অস্ত
ডেকে ডেকে সর্বজনে।
ঠোঙায় ভরে নিসনি কিছু গোপন ছকে কারোর কেঁড়ে,
রয়নি বাকি দানের খাতা ছোট বড়ো বৃদ্ধ প্রৌড় কারোর সনে,
তবুও যে ক্যান তোরেই বেশি পড়ে মনে?
৩০/০৩/২০২৫ ইং
ময়মনসিংহ।
(বাজান ঈদ মোবারক। ভালো থাইকো।)