থাক তোলা তোর মিথ্যে কথা
টান বক্তৃতায় ইতি,
তোর ফিরিস্তি নেতার জানা
বন্ধটা কর স্তুতি!
মাছের মলে তোর যাতায়াত
কি করিস তুই চাঁদা?
জানাও আছে কোথায় চাটিস
কারে ডাকিস দাদা!
নেতার নামে কুৎসা রটায়
কে সেজেছে ভালো?
ছিলিস কোথা জুলাই বিপ্লব
ঢেকে মুখের আলো?
জয় শঙ্করে তুই মেরেছিস
ধড়ে দিয়েছিস কোপ,
চাস যদি তুই নিজের ভালো
থাক দাঁড়িয়ে ঐ চুপ।
২৩/০১/২০২৫ইং
চট্টগ্রাম।