তোর বাগানের কাঁটা আমি
ছিলাম মালি দাস,
একাই নিংড়ে খুঁড়তাম মাটি
ফেলে দূর্বা ঘাস।
সূর্য থেকে কিরণ নিতাম
বৃষ্টি থেকে জল,
আর যে আধার মাছ কে দিতি
সেখান থেকে বল।
তারপর মেখে জোছনায় ধুঁয়ে
আগলে দিতাম ওম,
পড়লে ভেঙে সাজতাম খুঁটি
মেলতে পেতি দম।
আজকে যখন লাল বসন্ত
ভরলো ফুলে গাছ,
কান্ড কেঁটে পড়লি খোঁপায়
ডাঙায় রাখলি মাছ।
২২/০৩/২০২৪ইং
ময়মনসিংহ।