ঠুনকো কিছু পাওয়ার আশায়
ধরছো চেপে ঊরু,
লক্ষ্যণ স্পষ্ট জাতির পতন
অবক্ষয়ের শুরু।

সামান্য এক পদ পদবি
নিজের স্বার্থ সিদ্ধি,
চাইছো ফিরুক আবার হাসুক
স্বৈরাচারের বৃদ্ধি!

তোমার কি ভাই, কেউ মরেনি
দেয়নি রক্ত ঘাটে,
পাহাড় তো ঐ যায় ডিঙিয়ে
আমজনতাই হেঁটে।

আসলে আসুক রক্ত শোষক
দিক তলোয়ার তেড়ে,
তোমার কি ভাই! বীর জনতাই
সইবে আঘাত শিরে।

মরলে মরুক কুলি মুজুর
দেশ জনতা চাষা,
তোমার কি ভাই! তুমি শিক্ষিত
বদলে নেবে পেশা!

২১/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।