প্রেম-ই যদি না থাকে তোর
কি হবে দৌলতে?
চাই না থাকতে তুই হীন ঘর
দুনিয়ার জান্নাতে।

কদম কদম চাই তো চলতে
তোর-ই হাতটা ধরে,
মরণও যেনো হয় গো আমার
তোর-ই আঁচল 'পরে।

প্রাসাদ ছেড়েও পারবো বাঁচতে
জীর্ণ কুটির নীড়ে,
দেবো ছিটিয়ে মুক্তো মানিক
ধরার পথ প্রান্তরে।

মায়াবী চোখ প্রেমের স্পর্শ
হোক পদচিহ্নে মন,
আগাছায় ছাক ধানের জমিন
ফুলের হোক কাঁটাবন!

সুখেদের সব মাটিতে খাক
দুঃখ পাই মান্নতে,
চাই না থাকতে তুই হীন ঘর
দুনিয়ার জান্নাতে।

৩০/১১/২০২৪ ইং
ময়মনসিংহ।