জ্বালাও পোড়াও ধ্বংস নিধন
থামাও প্রতিশোধ,
আবেগ দিয়ে সব মেপো না
জাগাও বিবেক বোধ।
অন্ধ তো সে পায়নি শিক্ষা
ভালো মন্দ ঠিক,
ভুল করে তাই পাপের খেলায়
অগ্নিয় দিতো কিক।
চোখ টা ছিলো লোভ লালসায়
করতো হরিলুট,
হোক প্রহসন রাতের বিচার
গনতন্ত্রের ভোট!
আজকে যখন বাক টা স্বাধীন
ধ্বংস স্বৈরাচার,
তুমি তাদের দাও হে ছেড়ে
রবেই হোক বিচার।
২৮/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।