মুখটা আমার বন্ধই ছিলো
ছিলাম পুরা বোবা,
চলতো কেবল কলম খানা
লুকায় রেখে থাবা।

পিঠের উপর লাত্থি গোঁতা
মারতি যখন চাবুক,
ঠোঁট টা চেপে তাও সয়েছি
জীবন তবু চলুক।

মাথার উপর ছই ঘুরিয়ে
ধরলি মুখে নলটা,
বললি হাতে "প্রাণ তুলে দে
কব্জি কেটে বলটা!"

তবুও হেসে ভাতটা দিতাম
নিতাম কেবল শ্বাসটা,
তাও বলিনি "হারামজাদা
রাতের দেখবো শেষটা।"

জ্বললো কেবল পিত্ত আমার
বললি যখন রুখতে,
সংস্কৃতিতেও চাইলি হানা
রাজার কথা বলতে!

শিকল দেখায় আম জনতায়
চাস যদি তুই পালতে,
কান দিয়ে শোন শের কখনো
পারে বন্দী থাকতে?

২৪/০৩/২০২৪ইং
ময়মনসিংহ।