চুল ধরে তুই যতোই টানিস
কান ধরে দিস মুলে,
আমি বাপু চলবো তবু
তেল টা দিবো ডলে।

বিচ্ছিরি তার মুখের গন্ধেও
তেলটা খুঁজবো টোলে,
পায়ের জুতোও চাইলে খুলে
হাত বুলাবো চুলে।

বাজার থেকে কিনবো ইলিশ
বলবো নদীর মাছ টা,
দেখবি পেয়ে গাছের বেল-ই
ফান্দে পড়ে আটকা।

তাও যদি হই ফেল্টু রফিক
কাজ না করে টনিক,
রাখ লিখে তুই খামের তেলেই
ধরবো কালো মানিক।

৩০/০১/২০২৪ইং
সুনামগঞ্জ।