শখ করে যেই খেলতে গেলি, বিশ্ব কাপের আগে
ভাবলি বাচ্চা আমেরিকার, খুব পেয়েছিস বাগে।
গুনে গুনে তিন শূন্যতে, হেসেই তুলবি ট্রফি
বলে কয়ে হাঁকবি শতক, কেঁদেই চাইবে মাফি!

উল্টো এখন পিটায় তোদের, চপোট দিলো গালে
বললো ভ্রাতা, "ওয়াস হয়ে যা, তিন শূন্যে দেই ঢলে।"
ম্যাচ শেষে তাই হয়নি হতাশ, সুযোগ দেখছে শান্ত
পরের ম্যাচেই উঠবে জ্বলে, এখন কেবল ক্লান্ত।

উইকেট তোদের ভাঙলো ঝড়ে, দুই ম্যাচেতেই বোল্ড
সাগরেদ বলে, "সুযোগ আছে, একটু করো হোল্ড।"
আমরা চেঁচাই,"আয় ফিরে আয়, রোদের হেথা তাপ
এটাই ভালো টার্গেট টা হোক, পরের বিশ্বকাপ।"

২৪/০৫/২০২৪ইং
ময়মনসিংহ।