হোক সে তিতা রৌদ্র কড়া
আগুন পোড়া ঝাঁঝ,
টক ঝালে থাক কথার পিঠা
মাথায় মারুক বাজ।

রাগ করে সে না দিক খেতে
পান্তা ইলিশ ভাত,
চোখ চাহনি নিক কেঁড়ে প্রান
উঠোন যাপন রাত।

অস্ত বেলায় তপ্ত কড়াই,
থাকুক হস্ত ঝাঁটা,
ধরুক সে ভুল শূন্য ময়দান
ত্রস্ত পায়ে হাঁটা।

তারপরও সে কঙ্কাবতী
গৃহের বঁধু রাজ,
মনের ঘরের উর্মি হাওয়া
শঙ্খে কারুকাজ।

০৮/১০/২০২৪ ইং
চট্টগ্রাম।