ঝোলায় ভরে সব নিয়েছে
রেখে গেছে শূল্য থালা,
তবু স্লোগান "দূর হয়ে যা
খাজনা বাকি ভাঙরে তালা।"

লুট করে আজ জ্ঞান পরিধি
বীজ বুনেছে দূর সে মাটি,
পাঁকা ফল তার খাচ্ছে স্বজন
আমরা চাটি আমের আঁটি।

যাওয়ার আগে আগ দিয়েছে
পুড়িয়ে ঘর গোলার চাবি,
বলছে কৃষক অথৈব আজ
শস্যে মড়ক বিষের দাবি!

অন্ধ যে জন পাপ করেছে
চিনবে কি সে সত্য ছবি?
বলবে দূষণ অভাব ভীষণ
ঘর ছেড়ে দে মর গে বাঁচি।

২২/০৯/২০২৪ ইং
চট্টগ্রাম।