শুকনো কুয়োয় সুখের কলস
উপচে পড়ে জলে,
ভাগ্যও সেথা খাঁ খাঁ রোদ্দুর
শূন্যে মাখা থলে।
আল্পনা তাঁর হাতের মুঠোয়
আঁকে শিল্প রঙে,
জানতো কেবা উঠবে ফসল
মরিচীকার সঙে?
প্রার্থনা তাই বিফল রোদন
অরণ্য শেষ রোদে,
রমজানের ঐ বাঁকা চাঁদেও
হাসে চক্ষু মোদে।
বান্দা যখন উল্টো পথিক
ভাবে ভাগ্য দলে,
মানব মনের অসার কান্ডে
আল্লাহ হাসেন ছলে।
০৮/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।