পাপে ভরা জীবন আমার, শূন্য যে মোর থলি,
পুণ্য সেথা মরিচীকা মরুর চোরাবালি।
কতো লোকের হক মেরেছি চুল ধরেছি গাল দিয়েছি,
ভরবো বলে নিজর থলে ঘুরে ঘুরে বন্ধু লোকে
জেনে বুঝে ঢিল ছুঁড়ে তায় আম পেরেছি।
সাধু সেজে ভং ধরেছি
জুতো পায়ে পথ হেঁটেছি অচেনা সব বুকের অলিগলি,
আজকে যখন তাকাই ফিরে,
জমলো কেমন ধানের গোলা নিজের ঘরে
ফাঁকা! সব-ই ফাঁকা, শূন্য যে মোর পুণ্য থলি।

অহং বোধে ভয় দেখিয়ে
প্রতিবেশী ভাই-বোনেরে দেইনি প্রাপ্য
শুনাইনি গান প্রেমের কাব্য
বরং আরো জোর করে তার সব কেড়েছি।
গরীব বলে এতিম মেরে আত্মীয়তার জাল ছিঁড়েছি
দূর!দূর! দূর তায়, দূর থেকেছি।
আজকে যখন দেহের শক্তি চোখের জ্যোতি
ঢেউ কমেছে সাগর গতি
যোগ বিয়োগের ব্যালেন্সশীটে ফাঁকাই দেখি
কেবল, জমা কটা মূল্যহীনা পথের ধূলি!
পাপে ভরা জীবন আমার, শূন্য যে মোর পুণ্য থলি।

৩০/০৭/২০২৩
ভেলোর, ভারত।