ডুবলে সাগর সলিল মাঝে
দুঃখ টা দেন আরো,
নিদ টা কাঁড়েন সন্ধ্যা রাতেই
হয় বেদনা গাঢ়ো।
ডাকলে তারে ঝড় বাদলে
ঝাপসা করেন দৃষ্টি,
প্রবোধ শুনি বান্দা নাকি
তাঁরই প্রিয়ো সৃষ্টি।
তবে কেনো দুখ দিয়ে তায়
সুখটা কা়ঁড়েন আড়ে?
ভালোই যদি বাসেন অতি
ভাঙেন কেনো গড়ে?
কোন ছলেতে পিতার আগে
হয় সমাধি পুত্র?
ভাগ্য যদি তিনিই লিখেন
উল্টো কেনো চিত্র?
২৫/০৪/২০২৪ইং
চট্টগ্রাম।