মরা গাছের ডালে শুয়ে
ঝরা পাতার দুঃখ খুঁজি,
পোষ্য পাখি পোষার মতো
মনের মধ্যে দুঃখ পুষি।

সব বেদনায় সুখ থাকে না
চোখ বেঁধে তাই খুঁজেই চলি,
আর যারা রয় পিছন ফিরে
সুখেই আছি তাদের বলি।

২০/১১/২০২৩
উত্তরা, ঢাকা।