ঈদের বেশি নেই দিন বাকি
একদামে তাই কিনেছি ভাই
মেয়ের সুখের খনি,
দু'রকম চাল মসলা ও ডাল
দেয়ার যে চল মৌসুমি ফল
সেও লয়েছি কিনি।

মেয়ের ননদ চাইলো নগদ
লেহেঙ্গা তার লাগবে এবার
দেবরের চাই স্যুট-টাই,
শশুর কর্তা চাইলো কোর্তা
না পেলে তার কঠিন বার্তা
পুড়বে মেয়ের ঘরটাই।

বিশ-টা শাড়ি আট-টা হাঁড়ি
মিষ্টি কোলে ষাঁড় ছাগলে
আজকে যাবে গাড়ি,
দোয়া মনেও তোর ননদেও
তারা জেনো সুখটা কেনে
বেঁচে সাধের বাড়ি।

০৭/০৭/২০২৩
ভেলোর, ভারত।