চাও যদি ভাই সুখ দুনিয়ায়
অল্পে থাকো তুষ্ট,
শোনেও গালি তাঁর-ই পানে
চেয়ে হেসো মিষ্ট।

যাও ভুলে ক্ষোভ হিংসা ও শোধ
পাওনা দিয়ো ছেড়ে,
হাত মিলিয়ো জ্ঞান পাপীতে
নিলেও সব-ই কেঁড়ে।

পথ যদি কেউ আগলে ধরে
পথ টা নিয়ো পাল্টে,
সুখ যদি নেয় কাছের ক'জন
দুখ দিয়ো না উল্টে।

ক্ষমায় তুমি নাও প্রতিশোধ
লোভ কে দিয়ো বলি,
ডুব দিয়ো না অহং নদীয়
নির্দয়ে নয় গালি।

১৫/১০/২০২৪ ইং
ময়মনসিংহ।