সবার মুখেই দেখছি হাসি
খুশির কতো বাহার,
কোল জুড়ে যে আজ এসেছে
ধরার মাঝে নাহার!
কেউবা বললো "মিষ্টি কোথায়?
আযান টা দাও আগে,
মুখের গড়ন বাপের মতোন
কেমন চাইছে রাগে!
জলদি করো খেলনা আনো
নয়তো দিবে আড়ি,
বাপ কা বেটি কোলেই খুশি
পাখাটা দাও ছাড়ি!"
আমার তখন মেঘলা আকাশ
চোখের কোনে জল,
পাঁচটা মাসের পরেই করতে
পরপারের ছল!
১৪/০৬/২০২৩
চট্টগ্রাম।