শুধু কেবল অস্ত্র দিয়েই
হয় না স্বাধীন একটা কোনো দেশ,
রক্ত লাগে, অশ্রু লাগে; লাগে সাহস এক দুনিয়া বেশ!
শান দিতে হয় গোলা বারুদ, এক গাদা শূল
বুকের ঈমান তেজ,
বলি দিয়ে ইচ্ছে শতোক ঘর বাড়ি সুখ
বাপ-মা ভাই আর নবজাতক বুকের তাজা রক্ত
শক্ত হাতে ধরতে তো হয় দেশ পতাকা
হয় তাড়াতে শিয়াল শকুন
বাঘের কাটা লেজ!
কাঁধ মস্তকে রাইফেল কার্তুজ
বুকে বেঁধে মাইন,
হয় মাড়াতে জলা-জঙ্গল নদীনালা চর সরু ক্ষেত
গাছের সারি পাইন।
ভয় দেখিয়ে রক্ত চক্ষু স্ফীত বক্ষ
করতে তো হয় যুদ্ধে ঘায়েল দেশ হানাদার শত্রু পক্ষ।
বিসর্জনে হাত-পা অঙ্গ মুন্ডু মাথা
বিপ্লবীরা দেয় ছড়িয়ে মুক্ত উড়ার স্বাধীনতার রেশ,
শুধু কেবল অস্ত্র দিয়েই
হয় না স্বাধীন একটা কেনো দেশ।
১৬/১২/২০২৪ইং,
চন্দনাইশ, চট্টগ্রাম।