সবাই যখন তাদের দেশে
তৈরী করে জ্ঞানী গুনি,
আমরা করি সভাপতি
আহবায়ক নেতার খনি।
পোষ্টারে তাই দেয়াল ছেয়ে
ঝুলছে এখন রাস্তাখাটে,
পড়া ফেলে নেতার ছবি
রাজনীতিটাই মনের পাঠে।
বিচার কিংবা শিক্ষালয়ে
সবার আগে পদ পদবী,
নেতার নজর হলটা দখল
থাকে যেনো মাথার চাবি।
সুবোধরা তাই আর জাগেনা
মাঠেই ঘুমায় বিবেক বুদ্ধি,
ছুরি কাঁচি গজ টা দিয়ে
জ্ঞানে করো নিজের শুদ্ধি।
০৭/০৯/২০২৩
ময়মনসিংহ।