শিক্ষা হলো জ্ঞানের বিকাশ
নিজের মেধা গুনের,
জানতে শেখায় পার্থক্য কি
তিতা মিঠা নুনের।
শিক্ষা শেখায় আদব লেহাজ
গুরুজনে মান্য,
ভক্তি করো পিতা মাতায়
দাও প্রতিদান শূন্য।
শিক্ষা শেখায় হও বিনয়ী
সত্যতে হয় পূন্য,
হটাও ঘৃণা প্রেম প্রীতিতে
সুখ পৃথিবীর জন্য।
জীবন বোধে শিক্ষক তো তাই
পিতৃ সমগন্য,
নুঁয়ায় মাথা দাও হে সম্মান
সুশিক্ষায় হও ধন্য।
২৬/০৮/২০২৪ইং
চট্টগ্রাম।