ছেলের চোখের লোনা জলে
আমার বুকের দুঃখ পুড়ে,
হাত তুলে তাই জানাই সন্তোষ
নেই অভিযোগ তোমার দারে।

চাই মনোবল ধৈর্য্য ধরার
শক্তি অপার দুঃখ সওয়ার,
পুড়ায় যদি পাও আনন্দ
সব পুড়িয়ো করো অঙ্গার।

দেহের ভিতর কল-কব্জা
চাইলে কেঁড়ো চোখের দৃষ্টি,
হাত-পা ভেঙে পথে বসায়
তুমিই দেখো তোমার সৃষ্টি।

নেই অভিযোগ চোখের জলে
পরের ভালো তারও ছলে,,
পরীক্ষায় পাশ চাইছি কেবল
একটু যে স্থান তোমার দিলে।

২১/০২/২০২৪ইং
ময়মনসিংহ।